মে ২, ২০২৪

সদ্য শেষ হওয়া বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। চোট কাটিয়ে মাঝামাঝি সময়ে ফিরে চোখ ধাঁধানো পারফরম্যান্স করলেন। মাত্র ৮ ম্যাচ খেলেই শীর্ষ পাঁচ উইকেট সংগ্রাহকদের কাতারে ছিলেন তিনি। নিয়েছেন ১৪ উইকেট, সেটাও ওভারপ্রতি মাত্র ৬.৪৯ রান খরচ করে। বরিশালকে ফাইনালে তুলতেও বড় ভূমিকা রেখেছেন এই পেস অলরাউন্ডার।

তবু শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। টিম ম্যানেজমেন্ট থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখলে দলে নেওয়া হবে সাইফউদ্দিনকে। এই পেস অলরাউন্ডারকে আরও একবার জাতীয় দলে দেখতে চান অনেকেই। লঙ্কানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হেরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সাইফউদ্দিন ইস্যুতে প্রশ্ন শুনতে হয়েছে।

এ অবস্থায় রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাইফউদ্দিন নিজেই। জাতীয় দলে ফেরার প্রশ্ন শুনতে হয়েছে তাকেও। জবাবে সাইফউদ্দিন বলেন, ‘আমরা যারা অ্যাথলেট পারফরম্যান্সের বিকল্প নেই। টপ লেভেলে পারফর্ম করতেই হবে। সেই ধারা রাখতে কাজ করছি। প্রতিদিন তো ভালো খেলব না। তবে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।’

শ্রীলঙ্কা সিরিজের দলে সাইফউদ্দিন নেই। বলা হয়েছিল টানা খেলার কারণে ঝুঁকি নিতে রাজি নই। সাইফউদ্দিন কি তাহলে ফিট নন? এমন প্রশ্নে এই অলরাউন্ডার বলেন, ‘নো কমেন্টস। আসলে আমি খেলতে চাই। সবাই চান আমি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলি।’

এরপর তিনি বলেন, ‘হয়তো খুব দ্রুত হয়ে যেত। দল আমার ভালো চেয়েছে আমি মনে করি। অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে জাতীয় দলে ফিরলে হয়ত কঠিন হয়ে যেত আমার জন্য। ডিপিএল ভালো খেললে সামনে সুযোগ আসবে। সামনে আরও সিরিজ আছে। এজন্য খুব বেশি তাড়াহুড়া করছি না।’

সাইফউদ্দিন আরো বলেন, ‘শরিফুল-তাসকিনরা ১ সপ্তাহের মতো বিরতি পেয়েছে। আমরা যারা কোয়ালিফায়ার বা ফাইনাল খেলেছি বিরতি পাইনি। সব কিছু চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়তো এই সিদ্ধান্ত। তারপরও চেষ্টা করব সেরাটা দেওয়ার।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *