মে ৯, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী কাজী ফারজানা মীমের যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে গোয়েন্দা পুলিশের সাইবার টিম কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবির হারুন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গেও সাইবার টিম যোগাযোগ রাখছে। বিষয়টি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও কথা বলেছি।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হারুন এসব বলেন।

তিনি বলেন, সোমবার (১৮ মার্চ) একটি অভিযোগ করেছেন মীম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক কথা বলেছেন। প্রশাসনিক বিষয়গুলো আমরা সমাধান করতে পারব না। তাকে (মীম) কেন বার বার ফেল করানো হচ্ছে, সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। তবে তাকে আটকে রাখা হয়েছিল বা হুমকি দেওয়ার বিষয়গুলো আমরা তদন্ত করছি। অভিযোগের বিষয়ে অনেক কিছুই আমাদের হাতে নেই।

উল্লেখ্য, শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ দেওয়ায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জবির ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থী কাজী ফারজানা মীম। পরে জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার বিকালে ডিবি কার্যালয়ে শিক্ষক আবু শাহেদ ইমন ও বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন মীম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *