এপ্রিল ২৯, ২০২৪

রোজা শুরুর আগেই গরুরর মাংসের বাজারে ছড়িয়ে পড়েছে ‘আগুন’। আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে মুসলমানরা রোজা পালন করবেন।

গত কয়েক বছরের মতো এবারও রোজার আগের দিন সব নিত্যপণ্যের মতো গরু-মুরগী; খাসিসহ সব মাংসের দামই যেনো নাগালের বাইরে। আজ সোমবার (১১ মার্চ) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসের তুলনায় বাজারে সবধরনের মাংসের দাম প্রায় ৫০ টাকা বেড়েছে। ফলে সরকারের বেঁধে দেয়া দামে কিনতে পারছে না ক্রেতারা।

রাজধানীর গরুর মাংসের দোকানগুলোতে প্রতি কেজি হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। যা গত ফেব্রুয়ারি মাসে ৭০০ থেকে ৭৫০ টাকায় পাওয়া যেত। দোকানিদের দাবি, বেশি দামে গরু কেনার কারণে বেশি দামে মাংস বিক্রি করতে হচ্ছে।

তবে রোজা সামনে রেখে বিভিন্ন পাড়া-মহল্লাতেও অস্থায়ী গরুর মাংসের দোকান দিয়েছেন অনেকেই। স্থানীয়ভাবে টাকা তুলে গরু কিনেছেন কয়েকজন। স্থানীয় লোকজনের কাছে কিছুটা কম মূল্যেই এসব দোকানে মাংস বিক্রি হচ্ছে।

এদিকে রোজা ঘিরে বাজারে বেড়েছে ব্রয়লার, দেশি ও সোনালি মুরগির দাম। সাতদিন আগেও ব্রয়লার মুরগির দাম ছিলো ১৮০ টাকা। দু’দিন আগে বিক্রি হয়েছে ২১০ টাকা। আর রোজার আগের দিন সেই মুরগী ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

দেশি মুরগির দাম এখন সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৫০ টাকা। এক মাস আগেও দেশি মুরগী ছিলো ৫৮০ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *