মে ৯, ২০২৪

আগামীকালকের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের এবারের আসরের (BPL 2024)। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ কোটি টাকা, রানারআপ দল ৫০ লাখ টাকা। এবার দ্বিগুণ হয়েছে সেই প্রাইজমানি।

এবারের আসরে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২ কোটি টাকা। রানারআপ দল পাবে ১ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১০ লাখ টাকার প্রাইজমানি। সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারী দুজনই পাবেন ৫ লাখ টাকা করে।

ফাইনাল ম্যাচে ম্যাচসেরা হওয়া ক্রিকেটারের পকেটে ঢুকবে ৫ লাখ টাকা। অন্যদিকে টুর্নামেন্টের সেরা ফিল্ডারকে দেওয়া হবে ৩ লাখ টাকার প্রাইজমানি।

১ মার্চ অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে খেলা। কুমিল্লা চারবারের শিরোপাজয়ী দল হলেও এখনও বিপিএলের শিরোপা জেতা হয়নি বরিশালের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *