মে ১৯, ২০২৪

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে।

বুধবার তেল ও ডালসহ ১৫ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮৯ কোটি টাকা।

ওই বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডলার সংকট কমলে ফল আমদানিতে এলসি (ঋণপত্র) খোলার অনুমতি দেওয়া হবে। এখন দেখতে হচ্ছে যাতে বৈদেশিক মুদ্রায় অতিরিক্ত চাপ না পড়ে। এছাড়া দেশে যে ফল উৎপাদন হচ্ছে, সেটিরও একটি মূল্য পাওয়া দরকার। যেজন্য বিদেশি ফল আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখন ডলার সাশ্রয় করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যেটা অপরিহার্য, সেটিতেই বেশি জোর দেওয়া হচ্ছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সভায় ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের অপারেশন সাপোর্টের মেয়াদ বৃদ্ধির দ্বিতীয় ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৮৮ কোটি টাকা। এছাড়া জিওবির অর্থায়ন এবং এক্সিম ব্যাংক ভারতের ঋণ সহায়তায় ‘বারৈয়ারহাট-হেয়াঁকো-রামগড় সড়ক প্রশস্তকরণ’ শীর্ষক প্রকল্পের পূর্তকাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৬৮৪ কোটি টাকা।

রিকনস্ট্রাকশন, এক্সপানশন অ্যান্ড অপারেশন অব পাগলা এসটিপি ভৌত কাজ সম্পাদনের জন্য ভিএ টেক ওয়াব্যাগ লিমিটেডকে নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৯১ কোটি টাকা।

এছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৯৪ কোটি টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭৬.৮৮ টাকা। আর আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আট হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৭৩ কোটি টাকা।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈদ্যুতিক বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) শীর্ষক প্রকল্পের বেয়ার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১১৭ কোটি টাকা। এছাড়া ‘বিআইডব্লিউটিসির জন্য ২টি ইমপ্রুভড ইউটিলিটি টাইপ ফেরি নির্মাণ ও সংগ্রহের বিপরীতে ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *