মে ১০, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। ব্যাংকটির সম্পদ পুর্নমূল্যায়ন করেছে এমআরএইচ ডে অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ডটেন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৯ অক্টোবর ব্যাংকটির সম্পদ মূল্যায়ন সম্পন্ন হয়েছে। ব্যাংকটির জমির মূল্য কমেছে ৩৫৪ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা থেকে ২৮৪ কোটি ১৪ লাখ ৩৯ হাজার টাকা কমেছে।

বিল্ডিং এবং কনস্ট্রাকশনের মূল্য কমেছে ১৮২ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৮৪৩ টাকা থেকে ১০৮ কোটি ২৯ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এছাড়া কোম্পানিটি লিজ দেওয়া সম্পদের মূল্য ২১ কোটি ২৯ লাখ ১০ হাজার ৭৬২ টাকা থেকে ২০ কোটি ৪৪ লাখ ৮০ টাকা কমেছে।

সামগ্রিকভাবে ব্যাংকটির স্থাবর স্থায়ী সম্পদের মূল্য কমেছে ৫৫৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার ১০৮ টাকা থেকে ৪১২ কোটি ৮৮ লাখ ৮১ হাজার টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *