মে ২০, ২০২৪

বিশ্বে যুদ্ধের দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে ঋণ নেওয়া গ্রাহকদের আয় কমেছে। এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধ আবারো ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক। এর ফলে আপাতত ঋণের একটা অংশ জমা দিয়েই নিয়মিত গ্রাহক থাকা যাবে।

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল রাখা ও ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে এই নির্দেশন দেওয়া হয়েছে। অক্টোবর ও ডিসেম্বর প্রান্তিকে বড় ঋণের ক্ষেত্রে ন্যূনতম ৭৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ কিস্তি পরিশোধ করা হলে নিয়মিত গ্রাহক থাকা যাবে। তবে এসব কিস্তি ডিসেম্বরের শেষ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।

এতে আরও বলা হয়, নির্দেশনা মোতাবেক চলতি ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তিসমূহের অবশিষ্টাংশ বিদ্যমান ঋণের পূর্ব নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১ বছরের মধ্যে সমকিস্তিতে (মাসিক/ত্রৈমাসিক) প্রদেয় হবে। তবে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদকালের সাথে বর্ধিত ০১ (এক) বছর সময়কে বিবেচনায় নিয়ে কিস্তি পুনঃনির্ধারণপূর্বক নতুন সূচি অনুযায়ী ঋণের কিস্তি আদায় করা যাবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *