মে ১৯, ২০২৪

অকাশ প্রতিরক্ষা চুক্তিতে নিউজিল্যান্ডকেও নিতে চায় আমেরিকা। অকাশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা চুক্তি।

অকাশ চুক্তির পরিধি বাড়াতে চায় আমেরিকা। নিউজিল্যান্ডে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, ওয়েলিংটনের জন্যও অকাশের দরজা খোলা আছে। অন্যরাও চাইলে এতে সামিল হতে পারে।

ব্লিংকেন বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেছি। আমরা অকাশ তৈরি করেছি। সেখানে নিউজিল্যান্ডের জন্যও দরজা খোলা।’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হপকিনস বলেছেন, ‘অকাশ নিয়ে আমরা আলোচনার দরজা খুলে রেখেছি।’

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ‘নিউজিল্যান্ড পরমাণু-মুক্ত বিশ্ব চায়। আমরা আমাদের এই অবস্থান বদলাব না। আমরা পরমাণু সাবমেরিন-মুক্ত প্রশান্ত মহাসাগর চাই।’

অকাশ হলো ২০৩০-এর শেষে বা ২০৪০-এর গোড়ার দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন উচ্চপ্রযুক্তির সাবমেরিন তৈরি ও মোতায়েনের পরিকল্পনা। এই উন্নত প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি অনুসারে ব্রিটিশ ও আমেরিকার সাবমেরিন অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে। অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডই হলো আমেরিকার প্রধান বন্ধু দেশ। কিন্তু অকাশ নিয়ে নিউজিল্যান্ডের সামনে একটা চ্যালেঞ্জ আছে। তারা বাণিজ্যিক ক্ষেত্রে চীনের উপর খুব বেশি করে নির্ভরশীল। সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বেজিং সফর করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার কথা বলা হয়েছে।

চীন মনে করে অকাশ হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারসাম্য ব্যহত করতে। অর্থাৎ, অকাশের লক্ষ্য হলো চীনের প্রভাব খর্ব করা। সেখানে নিউজিল্যান্ড যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এএফপি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *