ডিসেম্বর ২৩, ২০২৪

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেছেন, বর্তমানে কাজ একটু কম করছি, তবে যেগুলো করছি সেগুলো মানসম্মত। বিশেষ করে বিভিন্ন দিবসকে সামনে রেখে কাজে গুরুত্ব দিচ্ছি। কারণ দিবসের কাজগুলো বেশি মানুষ গ্রহণ করে।

এর বাইরেও ভালো কোনো স্ক্রিপ্ট এলে সেটিকেও প্রাধান্য দিয়ে থাকি। মূল কথা হলো— কাজের সংখ্যা কমিয়ে দিলে কাজ মানসম্মত করার সুযোগ থাকে। সেটিকেই প্রথম প্রাধান্য দিচ্ছি।

যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে কাজের মান নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তাসনিয়া ফারিণ।

ফারিণ বলেন, অভিনেত্রীদের কাজের ইনকাম সোর্সটা শুধু নাটক না। অনেক পথ রয়েছে। বিশেষ করে ব্র্যান্ডের ইনডোরসমেন্ট, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন বিজ্ঞাপনসহ অনেক পথ। মূল বিষয় হলো— কে কীভাবে ইনকাম করতে চায় তার ওপর নির্ভর করবে।

কেউ যদি শর্ট টাইমে দ্রুত ইনকাম করতে চায়, তা হলে নাটক থেকে পারবে। ক্যারিয়ার দীর্ঘ সময় সাসটেইন করতে চাইলে অন্য প্লান করতে হবে। তবে আমি কিন্তু টাকা-পয়সা মাথায় রেখে কখনো

ক্যারিয়ার প্ল্যান করি না। সফলতা হলো আপেক্ষিক ব্যাপার। জানি না আমি সফল কিনা। আমি নিজেকে সফল ভাবিও না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...