ডিসেম্বর ২৩, ২০২৪

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। এদের অনেকে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। এ তালিকায় রয়েছেন বিদ্যা বালান থেকে জন আব্রাহামের নামও।

নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেন অমিতাভ। তার পর বিজ্ঞান ও কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বলিপাড়া সূত্রে খবর, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন তিনি।

দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বলিপাড়ার ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খান। বলিপাড়া সূত্রে খবর, গণজ্ঞাপন নিয়ে পড়ার জন্য দিল্লির একটি কলেজে ভর্তি হন শাহরুখ। কিন্তু অভিনয়ে নামবেন বলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সংগীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ড চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয়ে তিন তিনটি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি বলে বলিপাড়ায় খবর।

২০০৯ সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন পরিণীতি। মুম্বাইয়ে যশরাজ ফিল্মস সংস্থায় পাবলিক রিলেশন কনসালট্যান্ট হিসাবে কিছু দিন কাজ করেন তিনি। তার পর অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন।

‘ভিকি ডনর’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এ মুহূর্তে বলিউডে যে অভিনেতারা রয়েছেন, তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম। বলিপাড়া সূত্রে খবর, চণ্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বিদ্যা বালানের। বলিপাড়ায় কানাঘুষা শোনা যায়, বিদ্যার বাবা-মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তবেই অভিনয়জগতে পা রাখুক তাদের কন্যা। বলিপাড়া সূত্রে খবর, সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ জন আব্রাহামের। অভিনয়ে নামার আগে মডেলিংজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন। বলিপাড়া সূত্রে খবর, অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে এমবিএ করেন জন।

বলি অভিনেতা সাইফ আলি খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ ছবির হাত ধরে অভিনয়জগতে যাত্রা শুরু সারার। বলিপাড়া সূত্রে খবর, নিউইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা।

বলিউডের অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতোমধ্যে বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি। বলিপাড়া সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভিকি। পড়া শেষ করার পর একাধিক হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর দুটি সংস্থার তরফে চাকরির প্রস্তাব পান বলি অভিনেত্রী কৃতি শ্যানন। কিন্তু চাকরি না করে ফ্যাশনজগতে পা রাখেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ছোটবেলায় অভিনয় নিয়ে ক্যারিয়ার গড়বেন তা ভাবেননি কৃতি। পড়াশোনা নিয়েই পেশাগত জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন কৃতি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...