ডিসেম্বর ২২, ২০২৪

চুপিসারেই বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তারা বিয়ে করেন। তাদের বয়সের পার্থক্য ২৭ বছর।

বয়সের বিস্তর ফারাক হলেও ৫৩ বছর বয়সি কাঞ্চন মল্লিককে মনে ধরেছে ২৬ বছর বয়সি শ্রীময়ী চট্টরাজের। অভিনেত্রী জানিয়েছেন ৫৩-তেও ‘চূড়ান্ত হট’ অভিনেতা।

অভিনেত্রীর কথায়, ‘বাবার বয়সি কাউকে বিয়ে করা আমার পছন্দ। এ বয়সের ছেলেদের সিক্স প্যাক থাকবে কিন্তু বোঝাপড়ার খামতি থাকবে।’

এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছেন, ‘কাঞ্চনের সঙ্গেই ইন্ডাস্ট্রিতে আমার কাজ করা শুরু। ১০-১২ বছর ধরে তার সঙ্গে মিশে বুঝেছি ও কাউকে পেছন থেকে ছুরি মারবে না। প্রথমে ভাবিওনি আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে যাব। আমি কাঞ্চনকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ ভাগ্যবতী।’

কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে শ্রীময়ী বলেন, আসলে যে সংসার করে সেই বলতে পারবে পাত্রে কতটা ফুটো আছে, কতটা নেই। কাঞ্চন জানে, কাঞ্চনের সম্পর্ক কেন টেকেনি। এখানে তো আমার ঢোকাও উচিত নয়।’

নিজের তৃতীয় বিয়ে নিয়ে কাঞ্চন বলেন, ‘বিয়ে আমার ব্যক্তিগত বিষয়। আগের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে তাই নতুন সম্পর্কের দিকে পা বাড়িয়েছি। এটা লুকানোর নয়, বা জোচ্চুরি নয়। একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কে বিবাহের বন্ধনে জড়িয়েছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...