আগস্ট ১৮, ২০২৫

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজেদের কৃতকর্মের জন্য পাকিস্তান প্রকাশ্যে ক্ষমা চাইলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শ্রীলঙ্কা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রস্তাব দিলে ড. মোমেন তাঁকে এই বিষয়ে প্রস্তাব দেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এই সময়ে পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কাকে ঋণ দেওয়া ২ বিলিয়ন ডলার আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন।

ড. মোমেন বলেন, শ্রীলঙ্কায় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তারা আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, তাদের আচরণ পজেটিভ মনে হয়েছে। বিশেষ করে তারা অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। আমরা বলেছি, প্রথমত আপনাদের জনসন্মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে, নইলে আমরা পারবো না। দ্বিতীয়ত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি দূর করতে হবে।

তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে রফতানি করে বেশি বিপরীতে আমদানি করে কম। পাকিস্তানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য ঘাটতি দূর করে সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রস্তাবের প্রশংসা করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...