জানুয়ারি ২২, ২০২৫

লিভারপুলের চোখে চোখ রেখে লড়াই করেছে ফুলহাম। তবে শুরুর দিকের ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে ফুলহামকে হারিয়েছে লিভারপুল। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার আশা জিইয়ে রাখল লিভারপুল।

৩৮ মিনিটে ইসা দিওপ নিজেদের বক্সে ফাউল করে বসেন লিভারপুল স্ট্রাইকার দারউইন নুনিয়েজকে। পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে লিগে এ মৌসুমে নিজের ১৮তম গোলটি তুলে নেন সালাহ। ঘরের মাঠে এ নিয়ে টানা ৮ ম্যাচে গোল করলেন মিসরীয় তারকা।

তবে ফুলহামও গোলের সুযোগ পেয়েছিল। ৭৭ মিনিটে কার্লোস ভিনিসিয়ুসের শট এক হাতে অবিশ্বাস্য দক্ষতায় সেভ করেন লিভারপুল গোলকিপার আলিসন। ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভাপরপুল। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...