ডিসেম্বর ২২, ২০২৪

রাজধানী ঢাকার লালবাগের কামালবাগ-সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রাফী আল ফারুক জানিয়েছেন, দুপুর একটার দিকে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে।

এ খবর পেয়ে লালবাগ, পলাশী ও হাজারীবাগসহ ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...