জানুয়ারি ২৩, ২০২৫

গত ২৮ ডিসেম্বর ২০১৭-এর বিএসইসির এক ডিরেক্টিভের বিপরীতে মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল বিএমবিএ।
মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন হিসাবের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভ ইক্যুইটি) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ বাড়ল আরও এক বছর।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনে এবং পুঁজিবাজারের বর্তমান অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার সংস্থার পক্ষ থেকে এ তথ্য বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম।

বিষয়টি নিশ্চিত করে বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘নেগেটিভ ইক্যুইটির বিপরীতে যে প্রভিশন রাখতে হয় তার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত করা হয়েছে।’

গত ২৮ ডিসেম্বর ২০১৭-এর বিএসইসির এক ডিরেক্টিভের বিপরীতে মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল বিএমবিএ।

আবেদনের বিপরীতে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ও ২০২০ সালের ১২ জানুয়ারি, দুই দফায় ২ বছর করে ৪ বছর সময় বাড়িয়েছিল বিএসইসি।

এবার সেটা বাড়িয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বিএসইসির চিঠিতে বলা হয়, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে এবং পুঁজিবাজারের স্বার্থে কমিশন ২০১৭ সালের ২৮ ডিসেম্বর-এর ডিরেক্টিভের মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছর বাড়ানো হলো। ডিরেক্টিভের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...