ডিসেম্বর ২২, ২০২৪

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, মুখ খুললেই যেন শুরু হয় বিতর্ক। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করতে দেখা গেছে তাকে। এবার পাকিস্তানের ভাষা নিয়ে বিতর্কে জড়ালেন এই অভিনেতা।

বর্তমানে ‘তাজ’ সিরিজের প্রচারণায় ব্যস্ত নাসির। আর এই সিরিজের প্রচারেই একের পর এক বেফাঁস মন্তব্য করছেন অভিনেতা। নাসির বলেন, ‘পাকিস্তানের মানুষেরা বালুচি, বারি, সিরাইকি, পুস্তুতেই বেশি কথা বলে। সিন্ধি ভাষায় কথা কেউ আর বলেন না।’

নাসিরের এই মন্তব্যেই আপত্তি তুলেছেন পাক অভিনেত্রী মানসা পাশা। টুইট করে মানসা জানান, ভুল তথ্য প্রচার করছেন অভিনেতা। তার কথায়, ‘নাসির একদম ঠিক কথা বলেননি। মন্তব্য করার আগে খোঁজ নেওয়া দরকার। আমি নিজে সিন্ধি। বাড়িতে সিন্ধি ভাষাতেই কথা বলি। অনেকেই বলেন।’

শুধু পাক অভিনেত্রী মানসাই নয়, নাসিরের এই কথার বিরোধিতা করেছেন পাকিস্তানের নেটিজেনরাও।

প্রসঙ্গত, সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন বলে বিতর্কের জন্ম দেন নাসিরুদ্দিন শাহ। এর আগে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বলেছিলেন, ‘হিটলারের সময় ইহুদিদের টার্গেট করা হতো আর এখন মুসলিমদের করা হচ্ছে। মুসলিমদের ঘৃণা করা এখন লেটেস্ট ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...