ডিসেম্বর ২৩, ২০২৪

বিশ্ব সেরা অলরাউন্ডার ও বাংলাদেশের জাতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, সাকিব আল হাসানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রক্রিয়া চলছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে ১৩ মার্চ জাতীয় পতাকাবাহী সংস্থার প্রধান কার্যালয়ে বিমানের এমডি ও সিইও শফিউল আজিমের সঙ্গে সাকিব আল হাসান সাক্ষাৎ করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...