জানুয়ারি ২২, ২০২৫

আলোচনায় থাকতেই বেশি পছন্দ অভিনেতা অজয় দেবগণ ও অভিনেত্রী কাজল কন্যা নাইসা দেবগণের।

বন্ধুদের সঙ্গে পার্টিতে মদপান, কখনো গায়ের রঙ বদল, কখনো প্লাস্টিক সার্জারি করে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-সমর্থকদের কটাক্ষের শিকার হন তিনি।

এ ব্যাপারে অভিনেতা অজয় দেবগণ করণ জোহরের এক শোতে অংশ নিয়ে বলেছিলেন, বাবা হয়ে মেয়েকে এভাবে দেখতে আমার ভালো লাগে না।

তবে বিতর্কের কেন্দ্রে থাকা নাইসা এবার অন্য লুকে সামনে এসেছেন। সম্প্রতি ওয়ান পিস পরে পার্টিতে অংশ নেন তিনি। তার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে।

শুধু ওয়ান পিস বিতর্কই নয়, বেশ কিছু দিন ধরে মেকআপ ছাড়া সাদামাটা পোশাকে লাইম লাইটে আসছেন অজয় কন্যা। আর তাতেই মত পাল্টাচ্ছে নেটিজেনদের।

নেটিজেনদের কেউ কেউ বলছেন, এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন অজয় কন্যা। অনেকে বলছেন, বিতর্ক এড়াতে নতুন রূপে আসছেন অজয় কন্যা। আবার কেউ বলছেন এটা তার হয়তো নয়া কৌশল।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...