সেপ্টেম্বর ২০, ২০২৪

আসন্ন ভোট বর্জন ও প্রতিহত করতে খাজনা, কর এবং গ্যাস, বিদ্যুৎ পানিসহ বিভিন্ন সেবার বিল না দিয়ে সরকারকে সব ধরনের অসহযোগিতা করতে বিএনপি যে ডাক দিয়েছে, তাতে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সুনিশ্চিত জেনেছে, এই দেশের মানুষ তাদের ভোট দেবে না। এজন্য একটার পর একটা কর্মসূচি দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। দেশে নির্বাচন যাতে না হয় সে চেষ্টা করছে তারা। ২৮ অক্টোবরের পর থেকেই তারা এমন নাশকতা শুরু করেছে। ২০১৪ সালে তারা ৯০ দিন টানা এমন নাশকতা করেছিল। তাদের এতকিছুর পরও মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে, দেশে নির্বাচনি উৎসব শুরু হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি বিদ্যুৎ, পানি, গ্যাস বিল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে একইরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। দেশের জনগণ নির্বাচন করবে উৎসবমুখর পরিবেশে। বিএনপি যতই অসহযোগ আন্দোলনের ডাক দিক, এগুলো করে নির্বাচন বন্ধ করতে পারবে না। বিএনপির এমন নাশকতার চেষ্টায় ভোটের পরিবেশ নষ্ট হবে না। যারা এ পর্যন্ত নাশকতা করে রেলে আগুন দিয়েছে, তাদের অনেককেই আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। বাকিদেরও আটক করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক চৌকস। তারা আইনশৃঙ্খলা রক্ষা করবে সঠিকভাবে। যারা অমানুষ তারাই চলন্ত রেলে আগুন দিয়ে কোলের শিশুসহ মাকে হত্যা করেছে। যারা এগুলো করে এদেরকে জানোয়ার বলতেও ঘৃণা হয়। এদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *