জানুয়ারি ২২, ২০২৫

ভারতীয় অভিনেত্রী মনীষা রানী। যখন থেকে ‘ঝলক দিখলা জা ১১’ জিতেছেন, তখন থেকেই তার জীবনে খুশির হাওয়া। বর্তমানে তিনি নিজের শহর বিহারে রয়েছেন। সেখানে মনীষা অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করছেন এবং মুঙ্গেরে তার পরিবার ও আত্মীয়দের সঙ্গে পার্টিও করছেন।

মনীষা রানী তার ভিডিও ব্লগে জানিয়েছেন, কীভাবে তাকে মুঙ্গেরে স্বাগত জানানো হয়েছিল এবং কী কী উপহার পেয়েছেন। কিন্তু সেই ভিডিওতেই দেখা যায় একটি মজার মুহূর্ত।

এই সময় তিনি মজা করে বলেন, বাবা আবার বিয়ে করতে চান। তার জন্য অন্য নারী খুঁজুন। তার পর উত্তেজনায় মনীষা এবং তার বাবা ঘটনাক্রমে নিজেদের আসল ফোন নম্বরও প্রকাশ করেন ক্যামেরার সামনে।

মনীষা রানী মুঙ্গেরে তার উদযাপনের একটি ভিডিও ভ্লগ তৈরি করেন। যেখানে দেখা যায় সব বোনদের ঘরে ডেকে উপহারগুলো দেখতে শুরু করেছেন। সেই মুহূর্ত উদযাপনে মনীষা রানীকে টাকাও দিয়েছেন অনেকে।

ব্লগে, মনীষা উদযাপনের পুরো গল্পটি বলেন এবং তার পর বাবা প্রমোদ কুমারও আসেন, যিনি মনীষাকে অনুকরণ করতে শুরু করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...