জানুয়ারি ১১, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্বাচল শেখ হাসিনা স্মরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসান।

তিনি জানান, সকালে শেখ হাসিনা স্মরণি ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...