আগস্ট ১৮, ২০২৫

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, তার দেশ দেউলিয়া হয়ে গেছে। ইতিমধ্যে পাকিস্তান ঋণ খেলাপি হয়েছে। এর জন্য প্রতিষ্ঠান, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদসহ ‘সবাই’ দায়ী।

শনিবার শিয়ালকোটে একটি বেসরকারী কলেজের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেছেন।

খাজা আসিফ বলেন,‘আপনারা হয়তো জানতে পেরেছেন যে পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে বা ঋণ খেলাপি হতে যাচ্ছে। তবে এটি ইতিমধ্যে হয়েছে। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন,‘একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানো অপরিহার্য। আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই নিহিত। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।’

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি গত সাত দশকে সংবিধান ও আইনের শাসনের প্রতি অবিবেচনার ফল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...