জানুয়ারি ১১, ২০২৫

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে হামলার খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এ হামলা চালায়। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

স্থানীয় সময় শনিবার এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

সিরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে জানানো হয়েছে, ইসরাইল ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবরে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।

সূত্রটি জানিয়েছে, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরাইল এই হামলা চালাতে পারে।

এর আগে ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করেছে আইআরজিসি।

হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা কাউন্সিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...