জানুয়ারি ২২, ২০২৫

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির বা ৪০ দশমিক ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে খুখান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের ২২ দশমিক ২২ শতাংশ, সেন্টার ফার্মার ১৫ দশমিক ১৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৬৬ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৩ দশমিক ২৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১২ দশমিক ৭৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ১২ দশমিক ৩৩ শতাংশ, ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৯৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৭৪ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ১১ দশমিক ১১ শতাংশের শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...