মে ১৮, ২০২৪

আসন্ন বিশ্বকাপে (আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩) মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা নৈশভোজে ক্রিকেট-কূটনীতি দিয়ে আমেরিকার নাগরিকদের হৃদয় জিতে নেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

মার্কিন সফরের নৈশভোজে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। এ প্রতিযোগিতায় আমেরিকা যোগ্যতা অর্জন করতে পারবে, এমনটাই আশা করেন তিনি। তার শুভেচ্ছাবার্তায় আপ্লুত হন উপস্থিত দর্শকরা।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বেসবলের প্রতি আমেরিকার ভালোবাসা রয়েছে। আবার এ দেশে ক্রিকেট খেলাটিও জনপ্রিয় হচ্ছে। আমেরিকার ক্রিকেট দল ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা পর্বের ম্যাচ খেলুক। তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল।

এ নৈশভোজে চারশ জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের বংশোদ্ভূতদের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *