ডিসেম্বর ২৩, ২০২৪

কুকুর জবাই ও এর মাংস বিক্রি বন্ধে শেষ পর্যন্ত আইন পাস হলো দক্ষিণ কোরিয়ায়। এই আইনের লক্ষ্য কুকুরের মাংস খাওয়ার শতাব্দী প্রাচীন প্রথার অবসান ঘটানো।

কুকুরের মাংস গত কয়েক দশক ধরে দক্ষিণ কোরিয়ার রাতের খাবারের তালিকার বাইরে পড়ে গেছে। বিশেষ করে তরুণরা এটা পরিহার করছে।

নতুন আইনটিতে, খাওয়ার জন্য কুকুর পালন বা জবাই করা নিষিদ্ধ হবে। এর মধ্যে কুকুরের মাংস বিতরণ বা বিক্রি নিষিদ্ধের বিষয়টিও অর্ন্তভূক্ত। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জেলে পাঠানোর বিধান রাখা হয়েছে আইনটিতে।

যারা বিক্রির জন্য কুকুর জবাই করবে তাদের তিন বছরের কারাদণ্ড এবং মাংসের জন্য কুকুর পালন করবে তাদের সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়া বেআইনি বলে ঘোষণা করা হয়নি আইনটিতে।

নতুন আইনটি তিন বছরের মধ্যে কার্যকর হবে। এই সময়ের মধ্যে কুকুরের কৃষক এবং রেস্তোঁরা মালিকদের কর্মসংস্থান ও আয়ের বিকল্প উৎস খুঁজে নিতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে তাদের ব্যবসা বন্ধ করার জন্য একটি পরিকল্পনা জমা দিতে হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...