ডিসেম্বর ২২, ২০২৪

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই জন মারা গেছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ রোগী। এ নিয়ে হাসপাতালে মোট রোগী বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৫৮ জনে।

সোমবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৬০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৬৩ জন। সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৫৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯১৪ জন, বাকি ২৪৪ জন অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার ২৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ৩৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...