জানুয়ারি ১১, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বকেয়া কর পরিশোধ করায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। তিনি বলেন, রুহুল আমিন হাওলাদারের কাছে প্রাপ্ত বকেয়া কর পরিশোধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রে কোনও সমস্যা নেই। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এবার পটুয়াখালী- ১ (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রুহুল আমিন হাওলাদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়। তবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...