জানুয়ারি ২২, ২০২৫

হলিউড তারকা জনি ডেপ পায়ে আঘাত পেয়েছেন। হলিউড ভ্যাম্পায়ার কনসার্টে অংশ নেওয়ার আগে তিনি ভক্তদের দুঃসংবাদ দিলেন। ওই কনসার্টে তিনি অংশ নিতে পারবেন না বলে জানান।

এদিন তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি নোট শেয়ার করেন। সেখানে জনি লেখেন, বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার গোড়ালি ভেঙে গেছে। এটা প্রথমে একটা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল। কিন্তু কান ও রয়াল অ্যালবার্ট হলের মাঝে কোথাও একটা এই বিপত্তি হলো। ভালোর বদলে খারাপ হলো। একাধিক চিকিৎসক আমায় সব ধরনের কাজ করতে নিষেধ করেছেন। ফলে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এই মুহূর্তে কোথাও যেতে পারব না।

তিনি এই নোটের শেষে আরও লেখেন, বন্ধুরা আমি তোমাদের সবাইকে নিউ হ্যাম্পশায়ার, বোস্টন ও নিউ ইয়র্কে মিস করব। কিন্তু চিন্তা করো না। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি ইউরোপের শোতে তোমাদের সব আক্ষেপ পুষিয়ে দেব আমি। আবারও আমি সবার থেকে ক্ষমা চাইছি। সবাই আমার ভালোবাসা আর শ্রদ্ধা জেনো। জনি ডেপ।

কান চলচ্চিত্র উৎসবে জেনে দু ব্যারি সিনেমার প্রচারে গিয়েছিলেন। সেখানে তার ছবি স্ট্যান্ডিং অভিয়েশন পায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...