ডিসেম্বর ২৩, ২০২৪

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০.১৫ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৯৮ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, এএফসি অ্যাগ্রো বায়োটেক, এমবি ফার্মা ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...