জানুয়ারি ২২, ২০২৫

ক্ষুধায় জর্জরিত গাজায় বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) ত্রাণের গাড়ি আটকে দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএফপি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জন্য তাদের নিয়ে আসা ১৪টি ত্রাণবাহী ট্রাক গাজার ওয়াদি চেক পয়েন্টে আটকে দেওয়া হয়। পরে সেখানে ক্ষুধায় মরিয়া জনগণ ট্রাকগুলোকে লুট করে। বিবিসি, আলজাজিরা।

সোমবার উত্তর গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে বলে জানায় ডব্লিউএফপি। পরদিনই খাদ্য সরবরাহের ব্যর্থতার কথা জানায় সংস্থাটি।

বলেছে, ওয়াদি গাজা চেক পয়েন্টে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করার পর ত্রাণবাহী গাড়িবহরকে ফেরত পাঠিয়ে দেয় আইডিএফ। ফলে ট্রাকগুলো অন্য পথ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অন্য পথে পা রাখতেই ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড় গাড়িগুলোকে আটকে দেয়। এরপর তারা ট্রাকগুলো থেকে প্রায় ২০০ টন খাবার লুট করে নেয়।

এর আগে ২৯ ফেব্রুয়ারি গাজায় ত্রাণবাহী ট্রাকে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলাও চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলের বর্বরতার বিষয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলাকে শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা বলে নিন্দা করেছেন তিনি।

মঙ্গলবার আঙ্কারায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘গত ১৫১ দিন ধরে আমরা শতাব্দীর নিকৃষ্টতম বর্বরতা দেখেছি।’

এদিকে ২৯ ফেব্রুয়ারির ঘটনার পর শনিবার গাজায় প্রথমবারের মতো ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবারও দ্বিতীয়বারের মতো গাজার উত্তরাঞ্চলে বিমানযোগে ৩৬ হাজার প্যাকেট খাবার পাঠিয়েছে দেশটি। জর্ডানের বিমানবাহিনীর সহযোগিতায় প্যারাসুটের মাধ্যমে এই খাবারগুলো পাঠিয়েছে দেশটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...