জানুয়ারি ৮, ২০২৫

দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি ও পলি জমে তলদেশ ভরাট হওয়ায় কাপ্তাই লেকে পানি সংকট চরম আকার ধারণ করেছে। এতে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমেছে আশংকাজনক হারে। বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ১টি ইউনিট থেকে দৈনিক মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির অভাবে বাকি ৪টি ইউনিট চালানো সম্ভব হচ্ছেনা। ৫টি ইউনিট চালু থাকলে কেন্দ্রে প্রতিদিন ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই লেকে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৯০ ফুট মিন সী লেভেল (এমএসএল)। কিন্তু পানি রয়েছে ৮০ ফুট এমএসএল। অর্থাৎ রুলকার্ভের পরিমাপ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে প্রায় ১০ ফুট পানি কম রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট উৎপাদনে সক্ষম হলেও পানির অভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এদিকে, কাপ্তাই লেকে সহসা ভারী বৃষ্টিপাত না হলে পানি বাড়ারও সম্ভাবনা নেই। ফলে পানি স্বল্পতায় দিনদিন কমছে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ।

এবিষয়ে বুধবার কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির ফলে কাপ্তাই লেকে পানির স্তর কমেছে। পানির অভাবে মাত্র ১টি ইউনিটতে দৈনিক ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। তবে সামনে বৃষ্টিপাত হলে এবং কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির পরিমাণ ৬৮ এমএসএলে নেমে গেলে তাকে বিপদজ্জনক অবস্থা হিসেবে ধরা হয়। তখন কেন্দ্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

 

 

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...