জানুয়ারি ২২, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ এক হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন ৬২ কোটি টাকার শেয়ার হাতবদল করে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফরচুন সুজ লিমিটেড।

আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা যায়, আজ ফরচুন সুজের ১ কোটি ১১ লাখ ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৫৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আজ ৩৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশবন্ধু পলিমার, ব্র্যাক ব্যাংক, বিডি থাই, রূপালী ব্যাংক, স্কায়ার ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...