ডিসেম্বর ২৭, ২০২৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক অর্থসূচককে বলেন, ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আবুল কালামকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে নিয়োগ দেওয়া হয়েছে মুতাসিম বিল্লাহকে। তারা দুজনেই বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্যায়ের কর্মকর্তা।

জানা যায়, ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া আবুল কালাম বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ টেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক। অপরদিকে ফাস্ট সিকিউরিটি ব্যাংকে নিয়োগ পাওয়া মোতাসিম বিল্লাহ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক।

ব্যাংক দুটোতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের এই দুই কর্মকর্তা ইসলামী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদের সবগুলো সভায় অংশগ্রহণ করবেন। পর্ষদ সভায় কোনো বক্তব্য থাকলে তারা জানাবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...