জানুয়ারি ২৪, ২০২৫

ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। ব্যাটে-বলে টাইগারদের কাছে ধরাশয়ী হয়েছে সফরকারীরা। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা ইবাদত হোসেনদের ব্যাটে-বলে পেরে উঠতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের ব্যাটারদের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ দিতে না পারায় ৩৩৮ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা। এমন বড় লক্ষ্য তাড়ায় আইরিশরা থেমেছিল মাত্র ১৫৫ রানে।

দ্বিতীয় ওয়ানডেতে গ্রাহাম হিউম, মার্ক অ্যাডায়াররা ছিলেন আরও অসহায়। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিক আর হৃদয়দের ব্যাটে বাংলাদেশ করেছিল ৩৪৯ রান। যদিও বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি সফরকারীরা। শেষ ওয়ানডেতে আইরিশরা অল আউট হয় ১০১ রানে। সহজ লক্ষ্য তাড়ায় ১০ উইকেট হাতে রেখে বাংলাদেশ জিতে যায় স্রেফ ১৩.১ ওভারে। বৃষ্টির কারণে হোয়াটওয়াশ হওয়া থেকে বেঁচে যাওয়া আয়ারল্যান্ডের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে আসা অ্যাডায়ার বলেন, ‘অবশ্যই আমরা (ওয়ানডে সিরিজের ফল নিয়ে) হতাশ, তবে এটিকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল হিসেবে। আমরা দল হিসেবে একটা লাইন টানার সুযোগ হিসেবে দেখছি, সেখান থেকে নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন।’

টি-টোয়েন্টিতে শৃঙ্খলাবদ্ধ থেকে বাংলাদেশের ওপর চড়াও হতে চায় সফরকারীরা। অ্যাডায়ার বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’

বছরের শুরুতে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও সবশেষ বিশ্বকাপে সময়টা ভালো কেটেছে আয়ারল্যান্ডের। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় পেয়েছে তারা। সবশেষ ১০টি-টোয়েন্টিতে চারটি জয় আছে আইরিশদের। তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি। জানুয়ারিতে জিম্বাবুয়ে আমাদের ২-১ ব্যবধানে হারিয়েছে, তবে আমরা আরও উন্নতি করতে চাই। আমরা যে সব ক্ষেত্রে ভালো, সেগুলোই করতে চাই। আমার মনে হয় ব্যাট-বলে আমরা আগ্রাসী হবো, ফিল্ডিংয়েও। এমন করতে পারলে আপনি জানেন না কী ঘটবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...