জানুয়ারি ১১, ২০২৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন না করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনি তফসিল অনুযায়ী ৯ জানুয়ারি পর্যন্ত কোনো লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করা যাবে না।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে।

এই আদেশ অমান্য করলে দ্য আর্মস অ্যাক্ট-১৯৭৮ সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...