মে ১৭, ২০২৪

বিনোদনের ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‌‘অন্তর্জাল’। এটি বাংলাদেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্র। ২১ ডিসেম্বর টফিতে সিনেমাটি উন্মুক্ত করা হবে। সারা দেশের দর্শক অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন।

এ সিনেমাটি দেশের টফি ব্যবহারকারীদের বিজয় দিবসের বিশেষ উপহার।

বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর তা মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াইয়ের গল্প দেখা যাবে অন্তর্জাল সিনেমায়। যে লড়াইয়ে তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করে। সর্বোপরি অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা ও সংকল্প ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিয়াম, মিম, সুনেরাহ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এ বছরের ২২ সেপ্টেম্বর স্থানীয় প্রেক্ষাগৃহে অন্তর্জাল প্রথম মুক্তি পায়।

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *