জানুয়ারি ১০, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসির লেনদেন চালু হবে আগামী সোমবার (৮ এপ্রিল) । আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল ) ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে জানা যায়।

জানা গেছে, গতকাল বুধবার কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।রেকর্ড ডেটের পর আগামী সোমবার যথা নিয়মে কোম্পানিগুলো ডিএসইতে লেনদেন করবে

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩৩.৮০ টাকা থেকে ৪৬.৫০ টাকা। গতকাল দর ছিল ৩৭.৩০ টাকা। ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত আইডিএলসি ফাইন্যান্স পিএলসি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...