ডিসেম্বর ২৩, ২০২৪

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।

এদিকে আগুনের কারণে শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।

আমিনুল ইসলাম বলেছেন, নিউ মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করার কিছু কার্যক্রম আছে। অদূর ভবিষ্যতে যেন মার্কেটে এ ধরনের অগ্নিকাণ্ড না ঘটে, সে বিষয়ে আমরা কাজ করব। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে আমরা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, মার্কেট কবে খুলবে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ মার্কেট বন্ধ থাকবে

শনিবার (১৫ এপ্রিল) ভোরে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর বিশেষ দল। আগুনে মার্কেটের বেশিরভাগ দোকানে পুড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...