বলিউড বাদশা শাহরুখের ‘জাওয়ান’ মুক্তি পাবে আর একদিন পরেই। ‘পাঠান’ মুক্তির ৯ মাসের মাথায় আবারও বড়পর্দায় আসছেন কিং খান। ট্রেলার মুক্তির পর থেকেই এই ‘জাওয়ান’ নিয়ে হৈচৈ শুরু শাহরুখ ভক্তদের। তবে বলিউড বাদশাহ কিন্তু সিনেমাটি নিয়ে একটু টেনশনেই আছেন! আর তাইতো সুযোগ পেলেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন তীর্থস্থানে। এবার দর্শন করলেন তিরুপতি বালাজির মন্দির।
তবে এবার একা নন, শাহরুখের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খানও। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মন্দিরে গিয়ে পূজা দিলেন শাহরুখ ও সুহানা। সঙ্গে ছিলেন অভিনেত্রী নয়নতারাও। মন্দিরে ধুতি পরে পূজা দিয়েছেন শাহরুখ। পূজা দেওয়ার পর মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু, জোর হাতে জানালেন শুভেচ্ছাও।
প্রায় ৪০ মিনিট কাটালেন মন্দিরের ভিতরে। অভিনেতার এ ঘনঘন মন্দির দর্শন অনেকে অবশ্য সিনেমার প্রচারের অংশ হিসেবেই দেখছেন। তবে দর্শকের একাংশের প্রশ্ন মুসলমান হয়ে তিরুপতি দর্শন করলেন কীভাবে? নেটপাড়া শাহরুখের তিরুপতি দর্শন নিয়ে দুভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ লিখেছেন, ‘মুসলিমদের প্রবেশের অধিকার আছে এ মন্দিরে।’
গত ৩০শে অগস্ট ভোরে বৈষ্ণদেবীর কাছে ছুটে গিয়েছিলেন তারকা, আর সোমবার প্রায় মধ্যরাতে তিরুপতিতে হাজির বলিউডের কিং খান। সোমবার রাতে সাদা রঙা টি-শার্ট আর ঘন নীল হুডিতে দেখা মিলল শাহরুখের। তবে মুখ ঢাকলেন না নায়ক।