ডিসেম্বর ২২, ২০২৪

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মুক্তি পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। মুক্তির পর লালমনিরহাট ও শরীয়তপুরের কনসার্টের বিষয়ে ক্ষমা চেয়েছেন এই সংগীতশিল্পী।

সোমবার (২২ মে) বিকের ৫টা ৩০ মিনিটে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মুক্তি পান নোবেল। এসময় তিনি ওই দুটি কনসার্টের বিষয়ে কথা বলেন।

এসময় নোবেল বলেন, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের প্রোগ্রাম নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের ভেদরগঞ্জ গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম দুটি আবার করে দিয়ে আসবো। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।

এর আগে দুপুরে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন আদালত। এরপর তার আইনজীবী আদালতে জামিননামা দাখিল করেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় জামিননামা যাচাই-বাছাই করে আদালতের হাজতখানা থেকে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...