নভেম্বর ২৩, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মো. হুমায়ুন কবিরকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১১ মে বিএসইসি থেকে এ সংক্রান্ত চিঠি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৯ মার্চ ও ৬ এপ্রিলের প্রস্তাব যাচাই শেষে মো. হুমায়ুন কবিরকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে সম্মতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ২০১৮ সালের ৩০ জুনের কমিশনের বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-৫৮/২০৭ নির্দেশনার ১(২)(সি) শর্তটি পরিপালন করতে হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩ কোটি ৩০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৫.৭২ শতাংশ। কোম্পানিটির শনিবার (২০ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫.১০ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...