ডিসেম্বর ২৩, ২০২৪

ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সাত বছর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে মাসখানেক আগে একটি চুক্তিতে সই করে। এরপর দুই দেশ সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য তৎপর হয়ে উঠেছে।

বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেন। এরপর দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকে তারা যৌথভাবে সভাপতিত্ব করেন।

দুই পক্ষ পারস্পরিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার উপর জোর দেয় এবং তেহরান ও রিয়াদে দুই দেশের দূতাবাস খোলার ব্যাপারে নির্বাহী পদক্ষেপ নিয়ে আলোচনা করে। এছাড়া ইরানের মাশহাদ এবং সৌদি আরবের জেদ্দা শহরে দুই দেশ দুটি কূটনৈতিক মিশন খুলবে।

এসবের বাইরে দুই পররাষ্ট্রমন্ত্রী তেহরান এবং ইরানের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সমস্যা নিয়েও কথা বলেন। খবর- পার্সটুডে

চীনের রাজধানীতে বৈঠকের আগে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তিন দফা টেলিফোন সংলাপ হয়। এ সমস্ত সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...