ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ মঙ্গলবার ৯ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে জানা গেছে, এখন থেকে ‘এনসিসি ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ এনসিসি ব্যাংক পিএলসি’ হবে। ১০ জানুয়ারি থেকে কোম্পানিটি এনসিসি ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এছাড়া ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এছাড়া ‘সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’ হবে। ১০ জানুয়ারি থেকে কোম্পানিটি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...