মে ১৭, ২০২৪

বৃহস্পতিবার সকালে দর্শকরা দেখতে পেলেন। সাত সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবির টিজার শেয়ার করেন অভিনেতা অজয় দেবগণ৷ বুধবার এ ছবির বিষয়ে ঘোষণা করা হয়।

‘শয়তানের’ টিজারের শুরুটাই হয় একটা ভয়েস ওভার দিয়ে। সেখানে মাধবনকে অর্থাৎ শয়তানকে বলতে শোনা যায়- ‘বলা হয় যে, এ গোটা দুনিয়া কানে শুনতে পায় না কিন্তু সবাই আমার কথাই শোনে। কালের থেকেও কালা আমি। নরকের পেয়ালা আমি।’ সেই কণ্ঠ আরও বলে, ‘অভিশাপ আমি, ওষুধও আমি, বহু বছর ধরে সব দেখছি আমি। আমি রাত, আমি সন্ধ্যা, আমি গোটা কায়নাত। আমি তৈরি করি, আমি ধ্বংস করি। তাই সাবধান। সবাই বলে আমি কাউকে ছাড়ি না। এটার একটা খেলা আছে, খেলতে চাও? এটার একটাই নিয়ম। আমি যাই বলি না কেন সেটার প্রলোভনে পা দেবে না।’

টিজারে কালা জাদুর নানা সামগ্রী দেখানো হয়। সবশেষে টিজারে ভেসে ওঠে শয়তান মাধবনের মুখ আর ভয় পাওয়া অজয় দেবগন এবং জ্যোতিকার ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারা।

আগামী ৮ মার্চ মুক্তি পেতে চলেছে শয়তান। তবে গল্পটা কী নিয়ে সেটা বিশেষ স্পষ্ট নয়।

বৃহস্পতিবার অজয় দেবগণ নিজেই এ ছবির টিজার পোস্ট করেন। লেখেন- ‘ও তোমায় জিজ্ঞেস করবে এ খেলাটা খেলবে? কিন্তু ওর উসকানিতে ফাঁসবে না।’ জ্যোতিকা বহুদিন পর এ ছবির হাত ধরে হিন্দি ছবিতে ফিরছেন। প্রায় ২৫ বছর পর শয়তান ছবির হাত ধরে বলিউডে ফিরছেন অভিনেত্রী জ্যোতিকা ৷

প্রযোজনার দায়িত্বে অজয় দেবগন, জ্যোতিকা দেশপান্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক। ছবিটির সঙ্গীতের দায়িত্বে দেবী শ্রী প্রসাদ।

জ্যোতিকা এ ছবির টিজার শেয়ার করে লেখেন- ‘খেল ওর, নিয়মটাও ওর। এমনটাই শয়তানের ফাঁদ।’ ছবির টিজার শেয়ার করতে বাদ যাননি মাধবন। তিনি লেখেন, ‘যাই হয়ে যাক, ওর প্রলোভনে পা দেবে না।’

অজয় দেবগনকে শেষবার ভোলা ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাকে শয়তান ছাড়াও দেখা যাবে ময়দানে। সেই ছবিটি ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে। অন্যদিকে মাধবনকে দ্য রেলওয়ে মেন সিরিজে দেখা গিয়েছিল। আগামীতে তাকে টেস্ট, আমরিকি পণ্ডিত, ইত্যাদিতে ছবিতে দেখা যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *