মে ১৭, ২০২৪

বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৩ সালটা যেন রাঙিয়েছেন তার আপন মহিমায়। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে ইতিহাস সৃষ্টি করলেও, তার এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাটি ছিল ‘ডাঙ্কি’। গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমা।

শাহরুখ খান ও রাজকুমার হিরানি প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন এই সিনেমায়। রাজকুমার হিরানি এমন একজন পরিচালক, যার ক্যারিয়ারে ব্যর্থতা বলতে কিছু নেই। তবে একটাই আক্ষেপ ছিল, শাহরুখ খানের সঙ্গে কাজ করতে না পারাটা। অবশেষে সেই আশাও পূরণ হলো এই গুণী পরিচালকের। তবে মাঝে অপেক্ষা করতে হয়েছে ২০ বছর।

সম্প্রতি নিউজ ১৮- এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়টি খোলাসা করেছেন হিরানি।

হিরানি বলেন, ‘আমার মনে আছে, তখন আমি একটি ফিল্ম স্কুলে পড়াশোনা করতাম। যেকোনো চলচ্চিত্র নির্মাতার জন্য প্রথম চলচ্চিত্র নির্মাণের বিষয়টি বড় ধরনের সংগ্রামের ব্যাপার। আমরা কি কোনো প্রযোজক পাব? সঠিক অভিনেতা কি মিলবে? এসব ভাবনা থাকতো। আমাদের একটা কমন রুম ছিল, যেখানে সব ছাত্ররা একসঙ্গে টেলিভিশন দেখত।’

তিনি বলেন, “আমি ‘সার্কাস’ নামক একটি সিরিয়াল দেখেছিলাম। সেখানে ক্যামেরা অ্যাঙ্গেলসহ একটি দৃশ্য আমার স্পষ্টভাবে মনে আছে- যেখানে একজন অভিনেতা অভিনয় করেছিলেন। আমি জানতাম না তিনি কে। কিন্তু আমি তার অভিনয় পছন্দ করতাম। আমি নিজেকে বলেছিলাম যে, আমি ফিল্ম স্কুল থেকে পাস করার পরে তার সঙ্গে যোগাযোগ করব এবং তার সঙ্গে একটি ফিল্ম করব। ফিল্ম ইনস্টিটিউট থেকে স্নাতক হতে আমার দুই বছর লেগেছিল এবং ততক্ষণে শাহরুখ খান একজন বিশাল তারকা। সুতরাং, তার সঙ্গে এক সিনেমায় কাজ করতে আমার ২০ বছর অপেক্ষা করতে হয়েছে।”

শুটিং সেটে শাহরুখ কেমন- এ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘তিনি একজন আশ্চর্যজনক অভিনেতা এবং বড় মনের মানুষ।’

তবে হিরানির অপেক্ষা এতটা দীর্ঘতম হতো না যদি শাহরুখ খান এর আগে হিরানির দেওয়া প্রস্তাব গ্রহণ করতেন। হিরানির প্রথম চলচ্চিত্র ‘মুন্না ভাই এমবিবিএস’-এর প্রস্তাব সর্বপ্রথম শাহরুখ খানের কাছেই গিয়েছিল। তবে শাহরুখ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীতে হিরানির ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ।

অবশেষে হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করলেন শাহরুখ। মুক্তির পরপরই দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি।

‘ডাঙ্কি’তে শাহরুখের সঙ্গে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, দিয়া মির্জা, সতীশ শাহ, ধর্মেন্দ্র এবং অনিল গ্রোভার। এটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *