মে ১৭, ২০২৪

প্রখ্যাত সংগীতশিল্পী কবির সুমন শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭২ বছর বয়সী এই সংগীতশিল্পী রোববার রাতে হাসপাতালে ভর্তি হন।

সোমবার বিকাল ৩টার দিকে এমনটি জানিয়েছেন সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।

রোববার ফেসবুক পোস্টে মনীষা লিখেছেন, ‘কবির সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড. সৌমিত্র ঘোষ গণমাধ্যমকে জানান, ‘গভীর রাতে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তার অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তাই তাকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাকে অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে।’

তার কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

কবির সুমন গত নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন। সেবার চারদিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য তার ঢাকায় আসা। এর আগে, ২০২২ সালের অক্টোবরেও গান গাইতে ঢাকায় এসেছিলেন তিনি।

তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

সেই অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা জানিয়ে কবির সুমন বলেছিলেন, ‘আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না, তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনো দিন পারব না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এ জন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনও একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *