মে ৬, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় গেল সপ্তায় লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহটিতে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৬ টাকা। যার মোট লেনদেনের ৪৬ দশমিক শূন্য ৪ শতাংশই দশ বা টপটেন কোম্পানির দখলে রয়েছে। ওই কোম্পানিগুলোতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯ কোটি ৪৬ টাকা। বেড়েছে শেয়াবাজারে মূলধন পরিমাণ

গেল সপ্তায় ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৫৭ কোটি ২৭ লাখ টাকা বা ২২ দশমিক ৭২ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ২১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫৭৮ কোটি ৬৬ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, দর কমেছে ৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৩৮টি কোম্পানির। লেনদন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার।

সপ্তাহে ডিএসইর প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২১৫ দশমিক ১৮ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ২০১ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৩৪৭ দশমিক ৫২ পয়েন্টে।

এদিকে গেল সপ্তাহের শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করে ১৪ দশমিক ২৮ পয়েন্টে। যা আগের সপ্তাহের শেষে পিই রেশিও দাঁড়িয়েছিল ১৪ দশমিক ২১ পয়েন্ট ছিল।

অপরদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৭৪ কোটি ৯৭ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৬ হাজার ৬০৫ কোটি ৯৫ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৬৯ কোটি ২ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৬৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩ কোটি ৩০ লাখ টাকা বা ৯ দশমিক ১৬ শতাংশ। তালিকাভুক্ত ২২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৩টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর উত্থনের তুলনায় পতন ১ দশমিক ৫১ গুন বেশি হয়েছে।

পাঁচ ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৩১ দশমিক ২৭ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৫ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ৪২ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ১৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৮৩ পয়েন্টে, ১৩ হাজার ৪২৮ দশমিক ১৬ পয়েন্টে, ১০ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ১ হাজার ১৫১ দশমিক ৪৪ পয়েন্টে। এছাড়া সিএসই এসএমইএক্স সূচক ১ দশমিক ৩৮ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭২৪ দশমিক ৫২ পয়েন্টে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *