মে ৩, ২০২৪

টানা সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় নাম উঠল ফিনল্যান্ডের। আর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯তম। আজ বুধবার (২০ মার্চ) জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বৈশ্বিক সুখ বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপির।

প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচাইতে উৎফুল্ল ১০টি দেশের অধিকাংশই নরডিক অঞ্চলের দেশ। তালিকায় ফিনল্যান্ডের পরের অবস্থানগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেনের।

১৪৩টি দেশের এই তালিকায় সবার নিচে অবস্থান করছে ২০২০ সালের পর থেকে তালেবানের নিয়ন্ত্রণে থাকা মানবিক দুর্যোগের মুখে পড়া আফগানিস্তান।

প্রায় এক যুগ আগে প্রথম এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও জার্মানি কখনোই প্রথম ২০টির ঘরে তাদের নাম তুলতে পারেনি। আর এবছর তাদের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে। অন্যদিকে কোস্টারিকা ও কুয়েত চলে এসেছে প্রথম ২০টি দেশের তালিকায়। এই বছরের তালিকায় তাদের অবস্থান যথাক্রমে ১২ ও ১৩তম স্থানে।

তবে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় কখনোই বড় দেশগুলোর নাম আসে না। প্রথম ১০টি দেশের মধ্যে কেবল নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যাই দেড় কোটির ওপরে। পুরো তালিকার প্রথম ২০টি দেশের মধ্যে কেবল কানাডা ও যুক্তরাজ্যের তিন কোটির বেশি জনসংখ্যা রয়েছে।

২০০৬ সাল থেকে ২০১০ সাল নাগাদ এই তালিকায় সবচেয়ে অবনতি হয় আফগানিস্তান, লেবানন ও জর্ডানের। অন্যদিকে সবচেয়ে উন্নতি হয় পূর্ব ইউরোপীয় দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়ার।

‍সুখের এই তালিকা প্রণয়ন করা হয় কোনো নির্দিষ্ট দেশের জনসাধারণের জীবন সম্পর্কে সন্তুষ্টি, জিডিপি অনুসারে মাথা পিছু আয়, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির মূল্যায়নের ওপর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *