মে ১৯, ২০২৪

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.১২ শতাংশ বেড়েছে।ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৩৪ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসোর লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১৮ লাখ ৬৯ হাজার টাকা।

এডিএন টেলিক লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, বীচ হ্যাচারি, অ্যাপেক্স স্পিনিং, ফাইন ফুডস, অ্যাপেক্স ফুটওয়্যার, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ও বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *